Ram Mandir: নতুন বছরের প্রথম দিন রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়, রাম মন্দিরের প্রসাদী চাল বিলি

Continues below advertisement

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে নতুন বছরের প্রথম দিন রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ভক্তরা। বিশ্ব হিন্দু পরিষদের তরফে আজ থেকেই রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি বিলি করার কাজ শুরু হয়েছে। একদিকে যখন চরম ব্যস্ততা, তখন সূত্রের দাবি, রামমন্দির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যের STF প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি মেল আসে। ইমেল প্রেরক নিজেকে পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যুক্ত বলে দাবি করে। এর প্রেক্ষিতে অযোধ্যা নগরীতে নিরাপত্তার কড়াকড়ি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram