রাজ্যে ফের করোনা আক্রান্তে মৃত্যু, সীমানা পেরিয়ে আসা রাজ্যের ১০শ্রমিককে কোয়ারিন্টনে থাকার পরামর্শ- করোনা নিয়ে সমস্ত আপডেট পেতে দেখুন 'এক ঝলকে'

Continues below advertisement
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। হাওড়া জেলায় মাঝবয়সী মহিলার মৃত্যু। এই নিয়ে রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হল। হাওড়া জেলা হাসপাতাল সূত্রে খবর, সোমবার দুপুরবেলায় মহিলার মৃত্যু হয়। করোনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয় রাতে। সূত্রের খবর, ওই মহিলা সম্প্রতি ডুয়ার্স থেকে ফিরেছিলেন। তিনি কার কার সংস্পর্শে এসেছেন সেই খবর নিচ্ছে স্বাস্থ্য দফতর। যেসমস্ত নার্স ও চিকিৎসক তাঁর চিকিৎসা করেছেন তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে ওড়িশা-বাংলার সীমানা পেরিয়ে ভিন রাজ্য থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ঢুকেছিলেন বীরভূমের ১০ যবুক। পুলিশ সূত্রে খবর, ১০ জনকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram