Operation Sindoor: ফের ড্রোন হামলা, নিভল ডাল লেকের আলো, সম্পূর্ণ ব্ল্যাকআউট | IND Vs Pakistan
ABP Ananda Live: ফের ড্রোন হামলা, নিভল ডাল লেকের আলো, সম্পূর্ণ ব্ল্যাকআউট | তিনঘণ্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের I নিয়ন্ত্রণরেখায় গুলি। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১১ জায়গায় গুলি | IND Vs Pakistan
৩ বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী
জঙ্গি হামলাকে এবার যুদ্ধ হিসাবে দেখবে ভারত! পাক সন্ত্রাসের বিরুদ্ধে আরও বড় লড়াইয়ের হুঙ্কার ভারতের। 'যে কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে। যে কোনও জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে', পাকিস্তানকে সবক শেখানোর কড়া বার্তা ভারতের: সূত্র। ৩ বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী।
পাকিস্তানের আর্তনাদে মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের
পাকিস্তানের আর্তনাদে মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের। আজই পাক সেনা প্রধানের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবেয়ার কথা। রাতভর আলোচনার পরে সংঘর্ষবিরতিতে ২ দেশ রাজি, দাবি মার্কিন প্রেসিডেন্টের।