Letter to PM: কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ, প্রধানমন্ত্রীকে চিঠি ৯টি বিরোধী দলের

Continues below advertisement

Letter to PM: বিরোধী দলগুলির (Opposition) বিরদ্ধে নির্লজ্জভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলির (Central Agency) অপব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে (Prime Minister) চিঠি দিল তৃণমূল (TMC)-সহ ৮টি বিরোধী দল। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), হিমন্ত বিশ্বশর্মার (Hemanta Biswasharma) বিরুদ্ধে ED, CBI-এর। নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে সেখানে। তবে চিঠিতে বিরোধীদের জায়গায় নাম নেই বাম ও কংগ্রেসের (CPM-Congress)। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram