Gautam Adani : নিজেদের পরিশ্রমের মধ্য়ে দিয়েই তাঁরা ওপরে উঠছেন, দাবি করেছেন আদানি
Continues below advertisement
প্রতিদিনই নতুন নতুন ব্য়বসায় পা রাখতে চলেছেন আদানি ( Gautam Adani ) । বিরোধীদের দাবি এসব মোদির ( Narendra Modi ) সৌজন্য়ে। কারণ, তাঁর মাথায় মোদির হাত! যদিও, মোদি এ নিয়ে কোনওদিন মুখ খোলেননি, আর আদানি বরাবরবই দাবি করছেন, নিজেদের পরিশ্রমের মধ্য়ে দিয়েই তাঁরা ওপরে উঠছেন! যদিও রাজনীতিবিদদের থেকে শিল্পপতিদের সম্পর্ক নিয়ে বিতর্ক বহুদিনের।
Continues below advertisement