Pamela Drug Scam: মাদককাণ্ডে গলসি থেকে গ্রেফতার BJP নেতা Rakesh Singh, জিজ্ঞাসাবাদের জন্য আটক রাকেশের ২ ছেলে

Continues below advertisement

মাদককাণ্ডে গ্রেফতার করা হল রাকেশ সিংকে। পূর্ব বর্ধমান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশকে বাধা দেওয়ায় রাকেশের দুই ছেলেকেও আটক করা হয়েছে। ৩ ঘণ্টা ধরে আলিপুরে রাকেশের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ফোনের টাওয়ার ধরে লোকেশনের সূত্রে গ্রেফতার। নাকা তল্লাশির সময় গ্রেফতার রাকেশ (Rakesh Singh)। দুপুর ২টো ৪৫ থেকে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে নাটক। বর্ধমানের গলসিতে গ্রেফতার রাকেশ। রাকেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন পামেলা গোস্বামী (Pamela Goswami)। গলসির হাইওয়ে থেকে রাকেশকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের বাধার মুখে দুই ঘণ্টা পরে বাড়িতে ঢুকতে পারে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram