Pamela Drug Scam: হাইকোর্টে ধাক্কা রাকেশ সিংহের, আইন মেনেই পুলিশি-অভিযান, বক্তব্য হাইকোর্টের
বাড়িতে পুলিশি অভিযানের পাশাপাশি এবার হাইকোর্টেও (High Court) ধাক্কা খেলেন বিজেপি নেতা রাকেশ সিংহ (Rakesh Singh)। বিজেপি (BJP) নেতা রাকেশের বাড়ির বাইরে বিশাল পুলিশ (Police) বাহিনী। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান রাকেশ-পুত্র সাহেব। সাহেবের বক্তব্য, বৈধ নথি না দেখালে পুলিশকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে কাজে বাধা দেওয়া হলে জোর করে দরজা ভেঙে তল্লাশি (Raid) চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। কোকেন (Cocaine) পাচার কাণ্ডে আলিপুরে (Alipur) রাকেশ সিংহের বাড়িতে তল্লাশি অভিযানে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। রাকেশের বাড়ি চারিদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে পুলিশের অভিযানে স্থগিতাদেশ দেওয়ার জন্য আবেদন করা হয় হাইকোর্টে। সেই আর্জি খারিজ হয়ে যায়। পুলিশ যা করছে আইন মেনেই করছে, বক্তব্য হাইকোর্টের। পর্যবেক্ষণে রয়েছেন হাইকোর্টের বিচারপতি।