Pamela Drug Scam: হাজিরা এড়ানোর পর আজ Rakesh Singh-এর বাড়িতে পুলিশের হানা

Continues below advertisement

হাজিরা এড়ানোর পরেই আজ রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ পৌঁছে যায়। আজ দুপুরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় রাকেশ সিংয়ের (Rakesh Singh) বাড়িতে। প্রথমে দীর্ঘক্ষণ টানাপোড়েন বচসা চলে। রাকেশ সিংয়ের ছেলে বারবারই আপত্তি প্রকাশ করেন। কোনওরকম বৈধ কাগজপত্র ছাড়া ভিতরে ঢুকতে দেবেন না বলে জানান তিনি। পরে পরিস্থিতি অন্যদিকে ঘোরে। শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকরা ভিতরে প্রবেশ করেন। রাকেশ সিংয়ের বাড়িতে এরপর দীর্ঘক্ষণ তল্লাশি চলে। অন্যদিকে, স্বাস্থ্য়সাথী কার্ড ফেরালে লাইসেন্স বাতিল। রোগী প্রত্যাখ্যানে রিনিউ করা হবে না লাইসেন্স। পরিষেবা না দিলে প্রত্যাহারও করা হতে পারে লাইসেন্স। বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমকে এমনই কড়া হুঁশিয়ারি রাজ্যের। রাজ্যে ক্লিনিকাল এস্টাব্লিসমেন্টড আইনের উল্লেখ করে হুঁশিয়ারি। 'আইন অনুযায়ী সরকারি প্রকল্পের অংশ হওয়া বাধ্যতামূলক।' রোগী প্রত্যাখ্যানে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর। আইনের ৭ নম্বর ধারা ৩ (ডব্লু) উপধারার উল্লেখ করে বিজ্ঞপ্তি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram