Panchayat Election: উলুবেড়িয়ার পঞ্চায়েতের নথি বিকৃত করার মামলা ফিরল সিঙ্গেল বেঞ্চেই

Continues below advertisement

উলুবেড়িয়ার পঞ্চায়েতের নথি বিকৃত করার মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। মামলা ফিরল সিঙ্গেল বেঞ্চেই।  
সিঙ্গল বেঞ্চকে বিস্তারিতভাবে SDO-র বক্তব্য শোনার পরামর্শ ডিভিশন বেঞ্চের। 
SDO-র বক্তব্য শুনে তার পরেই চূড়ান্ত নির্দেশ দেবে সিঙ্গল বেঞ্চ, নির্দেশ ডিভিশন বেঞ্চের।
উলুবেড়িয়ার BDO-SDO কে সাসপেন্ড করার জন্য রাজ্যকে সুপারিশ করেন বিচারপতি সিন্হা। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন উলুবেড়িয়ার SDO শমীক ঘোষ। আগেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন BDO। তার আবেদন খারিজ করেছিল ডিভিশন বেঞ্চ। মনোনয়ন গ্রহণ করা বা বাতিল করার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এই কাজ BDO বা রিটার্নিং অফিসারের, আদালতে সওয়াল SDO-র আইনজীবীর। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দের কমিশনের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, জাতিগত শংসাপত্র সংক্রান্ত অনিয়ম নিয়ে আপনার কাছে অভিযোগ এসেছিল। কিন্তু আপনি কিছুই করেননি। তারপর হঠাৎ করেই মামলাকারি কাশ্মীরা খানের শংসাপত্র নিয়ে স্বতঃপ্রনদিত পদক্ষেপ শুরু করলেন। মন্তব্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের। আমার বিরুদ্ধে জাতিগত শংসাপত্র দেওয়া নিয়ে অভিযোগ করা হচ্ছে। আমাকে জাতিগত শংসাপত্র থেকে বিরত রাখা হোক। আমার কোন অসুবিধা নেই। শেষ দু'বছরে প্রায় দেড় লক্ষ জাতিগত শংসাপত্র আমি দিয়েছি। কোনও অভিযোগ নেই। সাসপেন্ড করার নির্দেশ কেন দেওয়া হবে? সওয়াল SDO-র আইনজীবীর। 
SDO-কে কার্যভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে, এবং SDO কার্যভার হস্তান্তর করেও দিয়েছেন, হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram