Rahul Gndhi: 'তিনবার খাড়্গের সঙ্গে কথা হয়েছে', রাহুলের অভিযোগ উড়িয়ে জানালেন রাজনাথ।
Rajnarth singh: সহমত নয়, স্পিকার পদে এবার লড়াই। এনডিএ-র (NDA) প্রার্থী ওম বিড়লা (OM Birla)। বিরোধীদের প্রার্থী কে সুরেশ। সহমতের কথা শুধু মুখেই বলে বিজেপি সরকার, কটাক্ষ রাহুলের (Rahul Gandhi)। 'তিনবার খাড়্গের সঙ্গে কথা হয়েছে', রাহুলের অভিযোগ উড়িয়ে জানালেন রাজনাথ (Rajnatjh Singh)। স্পিকার পদে লড়াই নিয়েও কংগ্রেস-তৃণমূল সংঘাত? সংঘাতের জল্পনার মধ্যেই রাহুলের সঙ্গে অভিষেকের (Abhishek Banerjee) কথা: সূত্র। 'কংগ্রেসের (Congress) থেকে কোনও যোগাযোগ করা হয়নি'। 'একতরফা সিদ্ধান্ত কংগ্রেসের, এটা দুর্ভাগ্যের'। কংগ্রেসের ভূমিকা নিয়ে মন্তব্য অভিষেকের। অভিষেকের নেতৃত্বে দিল্লিতে তৃণমূল (TMC News) সাংসদের বৈঠক। কংগ্রেসের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ। এই মুহূর্তে লোকসভায় কংগ্রেসের ১০০, তৃণমূলের ২৯ সাংসদ। কাল সকাল ১১টায় লোকসভার অধ্যক্ষ নিয়ে ভোটাভুটি। ABP Ananda Live