Parliament Session: লোকসভায় রাহুলের 'হিন্দু' মন্তব্যে বিতর্ক, সরব বিজেপি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভায় (lok sabha )রাহুলের (rahul fgandhi)'হিন্দু' মন্তব্যে বিতর্ক, সরব বিজেপি। ক্ষমা চাইতে হবে রাহুল গাঁধীকে, দাবি অমিত শাহের। 'প্রকৃত হিন্দুরা কখনও হিংসা ছড়ায় না। বিজেপিই সবসময় হিন্দু হিন্দু করে ও হিংসা ছড়ায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ভগবানের সম্পর্ক রয়েছে। পরমাত্মা মোদির আত্মার সঙ্গে সরাসরি কথা বলেন', লোকসভায় দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুলের। রাহুল গাঁধীকে পাল্টা আক্রমণ মোদি, শাহের।

এদিন রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত  দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram