Rahul Gandhi: 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর', স্পিকারকে বললেন রাহুল। ABP Ananda Live

Continues below advertisement

Om Birla: ফের লোকসভার স্পিকার ওম বিড়লা। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী ওম বিড়লা। টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনবেন প্রধানমন্ত্রী। সহমতে নয়, লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি । লোকসভায় এনডিএ-র আসন ২৯২, ইন্ডিয়া জোটের ২৩৪। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন তৃণমূলের। গতকাল মমতার সঙ্গে রাহুলের কথায় কাটল জট। মমতার সঙ্গে প্রায় ২০ মিনিট ফোনে কথা রাহুলের: সূত্র। স্পিকার নির্বাচনের জন্য় সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি কংগ্রেসের। 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর', স্পিকারকে বললেন রাহুল। 'বিরোধীদের যেন কথা বলতে দেওয়া হয়', ওম বিড়লাকে অনুরোধ রাহুল গাঁধীর। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram