Lok Sabha Speaker: ফের লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা, ধ্বনি ভোটে জয়ী হল NDA প্রার্থী

Continues below advertisement

Parliement Session 2024: ফের লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ (NDA) প্রার্থী ওম বিড়লা। টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সহমতে নয়, লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি । লোকসভায় (Loksabha Elecion 2024) এনডিএ-র আসন ২৯২, ইন্ডিয়া জোটের ২৩৪। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন তৃণমূলের (TMC News)। গতকাল মমতার সঙ্গে রাহুলের (Rahul Gandhi) কথায় কাটল জট। মমতার সঙ্গে প্রায় ২০ মিনিট ফোনে কথা রাহুলের: সূত্র। স্পিকার নির্বাচনের জন্য় সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি কংগ্রেসের (Congress)। ABP Ananda Live 

একদিকে ফুটপাথ দখলমুক্ত করতে যখন কড়া প্রশাসন, অন্যদিকে দেখা গেল ভিন্ন ছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। আবার, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের একাধিক অস্থায়ী অফিস।  সোমবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর, ফুটপাথ দখলমুক্ত করতে অ্য়াকশন মোডে পুলিশ প্রশাসন। ভাঙা হচ্ছে অস্থায়ী দোকান...খালি হচ্ছে ফুটপাথ...তবে, বুধবার যে বেহালার ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজার চলেছে, সেখানেই দেখা গেল আরেকছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। স্থানীয়রা বলছেন, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে এই পার্টি অফিস।  স্থানীয়রা বলছেন, পার্থ চট্টোপাধ্য়ায় যখন জেলের বাইরে ছিলেন, তখন তিনি মাঝেমধ্য়ে আসতেন এই পার্টি অফিসে। ক্য়ারামবোর্ড থেকে চেয়ার, টেবল ফ্য়ান, আলমারি - কী নেই...মাথার উপরে বড় বড় পোস্টার...ধর্মতলার মোড়ে, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের অফিস।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram