ক্ষয় হোক করোনার, অক্ষয় হোক দেশ, অক্ষয় তৃতীয়ায় বললেন মোদি

Continues below advertisement
নতুন বছরের প্রথম শুভদিন অক্ষয় তৃতীয়া। কিন্তু অন্য বছরগুলির থেকে এই বছরের ছবিটা সম্পূর্ণ আলাদা। নেই মাহেশের মন্দিরে ভিড়, কার্যত ফাঁকা প্রয়াগের ত্রিবেণীও। অক্ষয় তৃতীয়া গৃহবন্দি হয়েই কাটাল দেশবাসী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘যতই বাধা আসুক, বাধা পেরিয়ে যাওয়ার ইচ্ছে অক্ষয় হোক’। তাই এই বছরের অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সমগ্র দেশবাসীর একটিই প্রার্থনা যে ক্ষয় হোক করোনার, অক্ষয় হোক দেশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram