মাস্ক না পরেই মিছিলে, আরামবাগে বিজেপির কর্মসূচি ঘিরে বিতর্ক
আরামবাগের গৌরহাটিতে বিজেপির বাইক মিছিল। সায়ন্তন বসুর উপস্থিতিতে প্রায় দেড়শো জন এদিন দলে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির। এরই মাঝে বিজেপি কর্মীদের ভিড়ে করোনা-বিধি শিকেয় ওঠার অভিযোগ। কর্মসূচিতে অনেকের মুখেই দেখা গেল না মাস্ক। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Tags :
Bike Rally Arambagh COVID-19 Guidelines Sayantan Basu Hooghly Politics Abp Ananda Coronavirus BJP