Perseverance: সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণের পরেই ছবি পাঠাচ্ছে পার্সিভিয়ারেন্স
অবতরণের পর মঙ্গলের মাটিতে কাজ শুরু করেছে পারসিভের্যান্স। ছবি পাঠাচ্ছে মহাকাশযানের সামনে ও পিছনের চারটি হ্যাজক্যাম। বেশ কিছু ছবি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নাসার কাছে।
সফলভাবে মঙ্গলের মাটি ছুঁয়েছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্রের পাঠানো মঙ্গলযান ‘পারসিভের্যান্স’। আর অবতরণের পরই নিজের কাজ শুরু করে দিয়েছে সে। ইতিমধ্যেই ছবি পাঠানো শুরু করেছে মহাকাশযানের সামনে ও পিছনে থাকা চারটি হ্যাজক্যাম। ছবি মিলেছে মহাকাশযানে লাগানো স্কাইক্রেন ক্যামেরা থেকেও। বেশ কিছু ছবি ইতিমধ্যেই পৌঁছেছে নাসার কাছে।
কিন্তু হ্যাজক্যামে ধুলোর পরত পড়ে যাওয়ায় ভালো ছবি মেলেনি বলে নাসা সূত্রে খবর। হ্যাজক্যামের ঢাকনাগুলি আস্তে আস্তে সরে গেলে ভালো ছবি আসবে বলে আশাবাদী জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি।
নাসা সূত্রে খবর, আগামী দু-তিন দিন ধরে মহাকাশযানের যন্ত্রগুলি পরীক্ষা করবেন বিজ্ঞানীরা। পরের সপ্তাহ থেকে পারসিভের্যান্স পুরোদমে কাজ শুরু করতে পারে বলে সূত্রের খবর।
মঙ্গলের বুকে কি কোনওদিন প্রাণ ছিল? থাকলে কত কোটি বছর আগে? এখন কি কোনও প্রাণ টিকে আছে লালগ্রহে? গ্রহের গভীরে কি বয়ে চলেছে জলের ফল্গুধারা? প্রশ্ন অনেক। উত্তর অজানা। এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ২০২০ সালের জুলাইয়ে মঙ্গলে পাড়ি দেয় রোভার ‘পারসিভের্যান্স’। প্রায় সাড়ে ৬ মাস পর লালগ্রহে পৌঁছে কাজ শুরু করেছে।