Rajasthan: রাজস্থান কংগ্রেসে বিদ্রোহ প্রকাশ্যে, গহলৌত কংগ্রেস সভাপতি হলে মুখ্যমন্ত্রী কে?
মরুরাজ্যে সঙ্কটে কংগ্রেস! দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অশোক গহলৌত মুখ্যমন্ত্রিত্ব ছাড়লে, কে বসবেন তাঁর জায়গায়, তা নিয়েই দ্বন্দ্ব চরমে। সূত্রের খবর, অশোক গহলৌতের শিবির ৩টি শর্ত দিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। সেই শর্ত অনুযায়ী, কংগ্রেসের সভাপতি নির্বাচনের পর রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে।নতুন মুখ্যমন্ত্রীর মনোনয়ন হবে গহলৌতের সম্মতি নিয়ে। এর আগে সঙ্কটের সময় যে ১০২ জন কংগ্রেস বিধায়ক দলের সঙ্গে ছিলেন, তাঁদের মধ্যে থেকেই বেছে নিতে হবে নতুন মুখ্যমন্ত্রী।
সচিন পায়লটকে নিয়ে তীব্র আপত্তি জানিয়ে গহলৌত শিবিরের ৮২ জন বিধায়ক গতকাল ইস্তফাপত্র জমা দেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশীর কাছে। বিদ্রোহী বিধায়কদের দাবি, তাঁরা সচিন পায়লটকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি নন। বিষয়টিকে আবেগের বহিঃপ্রকাশ বলে কৌশলী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
গহলৌত ও পায়লট শিবিরের মধ্যে দৌত্য করতে রাজস্থানে গেছেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং সাধারণ সম্পাদক অজয় মাকেন।
অজয় মাকেন জানিয়েছেন, তাঁরা প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে কথা বলবেন।