Petrol-Diesel Price: ফের পেট্রোপণ্য়ের দাম সর্বকালীন রেকর্ড, বাংলায় সেঞ্চুরি হাঁকাল ডিজেলের দাম | Bangla News
বাংলায় সেঞ্চুরি ডিজেলেরও। ৪ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম। পুরুলিয়ার ঝালদায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ১১ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৩২ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯ টাকা ৩০ পয়সা দরে। সেখানে ডিজেলের দাম ১০০ টাকা ২৯ পয়সা। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম ১০৮ টাকা ৯৬ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ১৭ পয়সা। কোচবিহারে লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৮৬ পয়সা, সেখানে ডিজেলের দাম ১০০ টাকা ৮ পয়সা। উৎসবের মরসুমে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোর বিরাম নেই। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ৭৮ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটারে ৯৯ টাকা ৮ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সবজি সবকিছুরই দাম বাড়ছে। পকেটে টান পড়ছে মধ্য়বিত্তের।