Petrol Diesel Prices Hike: জেলায় জেলায় সেঞ্চুরি পার করল পেট্রোলের দাম, প্রতিবাদ তৃণমূলের

Continues below advertisement

কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করল পেট্রোলের দাম (Petrol Price)। জলপাইগুড়িতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৩ টাকা ৫১ পয়সা। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৫১ পয়সা। অন্যদিকে, রানাঘাটে দাম ১০০ টাকা। মালদায় পেট্রোল মিলছে ৯৯ টাকা ৫৭ পয়সায় এবং দুর্গাপুরে পেট্রোলের দাম ৯৯ টাকা ৩০ পয়সা। পাশাপাশি বহরমপুরে পেট্রোলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা।

প্রসঙ্গত, ক্রমাগত বাড়তে থাকা জ্বালানির দাম প্রসঙ্গে মোদি সরকারকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁদের মতে এটি ‘জনবিরধী সরকারের উপহার। পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে। কেন্দ্রীয় সরকারের তরফে কোন বিবৃতি দেওয়া হচ্ছে না।’ অন্যদিকে এই নিয়ে ট্যুইটারে মোদি সরকারের তীব্র বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram