PM Kishan Nidhi Yojona:'কৃষকদের নামে আন্দোলনকারীরা আগে চুপ করে বসেছিলেন', বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর
Continues below advertisement
'আমাদের সরকার উদ্যোগী হয়েছে, যাতে দেশের কৃষকরা ফসলের সঠিক দাম পান। আমরা লম্বা সময় ধরে স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুসারে কিষাণদের দেড়গুন MSP দিয়েছি। প্রথমে কিছু ফসলের ক্ষেত্রেই MSP মিলত। আমরা সেই সংখ্যাও বাড়িয়েছি। কিষাণদের পকেটে MSP-এর টাকা পৌঁছাচ্ছে। এখন যাঁরা কৃষকদের নামে আন্দোলন করছেন, আগে যখন তাঁদের সময় ছিল তখন তাঁরা চুপ করে বসেছিলেন। যাঁরা আন্দোলন চালাচ্ছেন তাঁরা ওই সরকারের সমর্থন করতেন।' তিনি আরও বলেন, 'আমার আফসোস যেখানে পুরো ভারতের কৃষকরা কিষাণ যোজনার লাভ পাচ্ছেন, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এই সুবিধা পেতে দিচ্ছেন না কৃষকদের।' তাঁর অভিযোগ, বাংলার সরকার নিজের রাজনৈতিক কারণের জন্য ওই রাজ্যের কৃষকদের কেন্দ্রীয় সরকারের টাকা দিচ্ছে না।'
Continues below advertisement
Tags :
PM Kishan Nidhi Yojona Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Narendra Modi