PM Kishan Nidhi Yojona: আগের সরকারের জন্য কৃষিতে উন্নতি হয়নি, গরিব কৃষক আরও গরিব হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর

Continues below advertisement
ষাট বছর বয়স হলে কৃষকদের সুরক্ষাবীমা দেওয়া হয়। আজ কিছু মানুষ দেখানোর জন্য কৃষকদের পাশে দাঁড়ায়। আগে তারা কোথায় ছিল যখন কৃষকদের জমি, বাড়ি কব্জা করা হত। ক্ষেতমজুরদের তাদের প্রাপ্য থেকে এত বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। এসবের জবাব বিরোধীদের কাছে নেই। কিন্তু এখন এসমস্ত কাজ হচ্ছে। আজ প্রতিটা কৃষক জানেন যে তারা কোথা থেকে ফসলের ভালো দাম পেতে পারেন।" পাশাপাশি তিনি যোগ করেন, "আগের সরকারের জন্য কৃষিতে উন্নতি হয়নি। গরিব কৃষক এদের জন্য আরও গরিব হয়েছে। ২০১৪ থেকে আমরা নতুন রণকৌশল নিয়ে কাজ করছি। সামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী (Narendra Modi) ফসল বিমার সুবিধা দেওয়া হয়েছে কৃষকদের। ৮৭ হাজার কোটি টাকা বিমার থেকে পেয়েছেন চাষিরা।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram