PM Modi : 'ভারতের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না পাকিস্তানকে', সংসদে হুঙ্কার প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE : বারবার বিরোধীরা দাবি জানিয়েছেন। এদিনও কিছুক্ষণ আগেই 'অপারেশন সিঁদুর' নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, প্রকাশ্যে ট্রাম্পকে মিথ্যুক বলুন প্রধানমন্ত্রী। বিরোধীদের সেই দাবির প্রেক্ষিতে লোকসভায় এসে প্রধানমন্ত্রী বলে দিলেন, "বিশ্বের কোনও নেতা ভারতকে অপারেশন রুখতে বলেননি।" তাঁর এই বক্তব্যের সঙ্গে সঙ্গে NDA সাংসদরা তাঁকে টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। PM Modi on Operation Sindoor
'৯ মে-র রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কথা বলার চেষ্টা করেছিলেন'। 'আমি ফোন ধরতে পারিনি, পরে ফোন করেছিলাম'। 'আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান হামলার চক্রান্ত করছে'। 'আমি বলেছিলাম, একরকম পাকিস্তান করলে খুব ভুল করবে'। 'এখনও বলছি, অপারেশন সিঁদুর চলছে'। 'পাকিস্তান দুঃসাহস দেখানোর চেষ্টা করলে জবাব পাবে'। 'এখানে অনেকে বিদেশনীতি নিয়ে অনেক কথা বলছে'। 'পাকিস্তানের কথা আমদানি করছে কংগ্রেস'। 'দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস আর তার সহযোগীরা পাকিস্তানের মুখপাত্র হয়ে গেছে'। 'ভারতীয় সেনা সফল সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তাও প্রমাণ চেয়েছিল কংগ্রেস'। 'কিন্তু দেশের মেজাজ দেখে সুর বদলে ফেলে কংগ্রেস'। 'সুর বদলে কংগ্রেস বলে সার্জিক্যাল স্ট্রাইক কী এমন, আমরাও করেছি'। 'বালাকোটে সেনা এয়ার স্ট্রাইক করেছিল'।