নজরে ৯ চটজলদি: হলদিয়ার সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির, উত্তরাখণ্ডের ভয়াবহ তুষার ধসে নিখোঁজ অন্তত ১৫০

Continues below advertisement
রবিবার হলদিয়ার সভায় তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, 'একের পর এক ফাউল করেছে, তৃণমূলকে রাম কার্ড দেখাবে বাংলা', । বিজেপিকে বাংলার মানুষ ইতিমধ্যেই লাল কার্ড দেখিয়ে দিয়েছে, পাল্টা সৌগত। 'মমতা নয় নির্মমতা', কটাক্ষ মোদির, 'উনি নরাধম', পাল্টা সৌগত। আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগ তুলেও তৃণমূল সরকারকে আক্রমণ মোদির। উন্নয়ন নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগেন তিনি। উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ তুষার ধস। ভাঙল ধৌলি গঙ্গার দুটি বাঁধ। যোশিমঠে ভেসে গেলেন বেশ কয়েকজন। বেশ কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে, জানাল আইটিবিপি। হলদিয়ার সভা থেকে উত্তরাখণ্ডের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর। মঙ্গলবার ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা। তারাপীঠে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে মেদিনীপুরে বিজেপির বাসে হামলা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram