বিশাখাপত্তনমে গ্যাস লিকের ঘটনায় মৃত বেড়ে ৮, ভেন্টিলেশনে ৮০, সংস্থার বিরুদ্ধে এফআইআর
Continues below advertisement
বিশাখাপত্তনমে কারখানায় গ্যাস লিকের ঘটনায় মৃত ৮। ৮০ জন রয়েছেন ভেন্টিলেশনে। মোট ১২০ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, রাত আড়াইটে থেকে ৩টের মধ্যে গ্যাস লিকের ঘটনাটি ঘটে। এনডিআরএফের একটি দল সকাল ৬টায় ঘটনাস্থলে পৌছায়। ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। বৈঠকে উপস্থিত রাজনাথ সিং, অমিত শাহ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার ডিজি। সংস্থার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
Continues below advertisement
Tags :
Pharmaceutical Factory Evacuating Breathing Problem AP Gas Leak NDRF Meeting Abp Ananda India Modi Death Hospitalized Visakhapatnam