PM Modi in Lok Sabha: 'করোনাকাল আমাদের কাছে টার্নিং পয়েন্ট, দেশবাসীকে আত্মনির্ভর হতে শিখিয়েছে', লোকসভায় জবাবি ভাষণে মোদি

Continues below advertisement

রাষ্ট্রপতির(Presdent of india) সম্মানে আজ লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। বক্তব্যের শুরুতেই তিনি ধন্যবাদ জানান লোকসভার মহিলা সাংসদদের। "করোনার সময় ভারত যেভাবে নিজেকে সামলেছে, এবং যেভাবে সারা পৃথিবীকে সাহায্য করেছে তা অনুপ্রেরণাদায়ক। আমাদের ঐক্য বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা। নতুন সংকল্প নিয়ে দেশ গড়তে হবে। স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করছি। করোনাকালে আমরা আত্মনির্ভর হতে শিখেছি। তাই করোনাকাল আমাদের কাছে টার্নিং পয়েন্ট।" লোকসভায় জবাবি ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram