ABP News

Narendra Modi: ১২ বছর পরে নাগপুরে আরএসএসের দফতরে প্রধানমন্ত্রী, সঙ্ঘ প্রধানের সঙ্গে সাক্ষাৎ মোদির

Continues below advertisement

ABP Ananda LIVE: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সঙ্ঘের দফতরে প্রধানমন্ত্রী ২০১৩-র পর ২০২৫, নাগপুরে আরএসএস দফতরে নরেন্দ্র মোদি । মোহন ভাগবতের সঙ্গে আরএসএসের স্মৃতি মন্দিরে প্রধানমন্ত্রী । আরএসএসের স্মৃতি মন্দিরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন নরেন্দ্র মোদির । আজ মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মুখে আজ মোদি-ভাগবত বৈঠক নাগপুরে মাধব নেত্রালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ।

 

ওড়িশায় ১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে। 

ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮.৫৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরে স্টেশন থেকে ১২৫৫১ ট্রেনটি যাত্রা  করে। ট্রেনটি শনিবার রাত ১০.২২ মিনিটে বিজয়ওয়াড়া এবং আজ সকাল ১১.০২ মিনিটে ভুবনেশ্বরে পৌঁছয়। ওয়েবসাইটের তথ্য অনুসারে, ট্রেনটি সকাল ১১.৪৩ মিনিটে কটক রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কটক থেকে এগিয়ে যাওয়ার পর, ট্রেনটি কেন্দ্রাপাড়া রেলওয়ে স্টেশন পেরনোর আগেই লাইনচ্যুত হয়।        

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola