PM Modi: তুষ্টিকরণের রাজনীতি করতে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত আইনগুলিকে দুর্বল করেছে কংগ্রেস : মোদি

ABP Ananda LIVE : বারবার বিরোধীরা দাবি জানিয়েছেন। এদিনও কিছুক্ষণ আগেই 'অপারেশন সিঁদুর' নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, প্রকাশ্যে ট্রাম্পকে মিথ্যুক বলুন প্রধানমন্ত্রী। বিরোধীদের সেই দাবির প্রেক্ষিতে লোকসভায় এসে প্রধানমন্ত্রী বলে দিলেন, "বিশ্বের কোনও নেতা ভারতকে অপারেশন রুখতে বলেননি।" তাঁর এই বক্তব্যের সঙ্গে সঙ্গে NDA সাংসদরা তাঁকে টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। PM Modi on Operation Sindoor

 

'দুনিয়ার সমর্থন তো মিলেছে, কিন্তু দুর্ভাগ্য যে কংগ্রেসের সমর্থন মেলেনি'। 'দুভার্গ্যজনক ভাবে দেশের পরাক্রম কংগ্রেসের সমর্থন পায়নি'। 'অপারেশন সিঁদুর নিয়ে মোদির ৫৬ ইঞ্চি ছাতির প্রশ্ন তুলেছে'। 'পহেলগাঁওয়ে নির্দোষদের হত্যাতেও রাজনীতি দেখেছে কংগ্রেস'। অপারেশন সিঁদুর নিয়ে রাহুলকে জবাব প্রধানমন্ত্রীর । 'এরা ভারতীয় সেনার প্রতিও সম্মান জানাতে পারে না'। 'তাই ওরা অপারেশন সিঁদুর নিয়েই সন্দেহ প্রকাশ করছেন'। 'এসব করে দেশবাসীর হৃদয়ে আপনারা জায়গা পাবেন না'। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola