দীর্ঘ অপেক্ষার অবসান, বিতর্ক সঙ্গী করে শুরু করোনার টিকাকরণে

Continues below advertisement
করোনা হানার পর প্রায় এক বছর ধরে চাতকের মতো অপেক্ষা করেছে দেশবাসী। অবশেষে শনিবার এল সেই মাহেন্দ্রক্ষণ। সংক্রান্তি শেষে মাঘের দ্বিতীয় দিনে দেশজুড়ে শুরু হল করোনার টিকাকরণ। প্রথম পর্বে এক কোটি স্বাস্থ্যকর্মী ও দুই কোটি সামনের সারির কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার লক্ষ নেওয়া হয়। এদিন ৩,৩৫১টি কেন্দ্রে টিকা পেলেন ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪ জনকে দেওয়া হয় টিকা। এশিয়ার অষ্টম দেশ হিসেবে ভ্যাকসিনেশন শুরু হল ভারতে। প্রথম ভ্য়াকসিন পান দিল্লির স্বাস্থ্যকর্মী মণীশ কুমার। শনিবার বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিনেশনের সূচনা করে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন কঠিন সময়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নাছোড় লড়াইয়ের কথা। রেকর্ড সময়ে প্রতিষেধক তৈরির জন্য় বিজ্ঞানী ও গবেষকদের কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram