কলকাতায় লকডাউন: পথচারীরদের উত্তরে সন্তুষ্ট না হলেই বাড়িতে ফেরত পাঠাচ্ছে পুলিশ
কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কড়াকড়ি ছবি। ধর্মতলাতে নজরদারি রাখার জন্য পুলিশ ড্রোন দিয়ে নজর রাখছে। রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড রাখা হয়েছে। গাড়িতে নজরদারি রাখা হচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে, তাঁরা কোথায় যাচ্ছেন? যাত্রীদের উত্তরে সন্তুষ্ট না হলে তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। একাধিক রাস্তায় বসানো হচ্ছে গার্ড রেল, ব্যারিকেড।