'দুয়ারে সরকার শিবিরে ১২টি পরিষেবা, প্রকল্পে উপকৃত রাজ্যের ১ কোটি ১২ লক্ষ মানুষ', জানালেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement
আজ নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখানে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, '২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচী চলবে।৪টি পর্যায়ে ২০ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়েছে। ভারত শুধু নয় এটা বিশ্বে নতুন মডেল। দুয়ারে সরকারের শিবিরে ১২টি পরিষেবা মিলছে। ‘২০ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ মানুষ এসেছেন। ১১ হাজার ৫৬টি শিবিরে হাজির ১.১২ কোটি বেশি মানুষ।' তিনি বলেন, "স্বাস্থ্যসাথীতে ২৭ লক্ষ ১৩ হাজার আবেদন মঞ্জুর হয়েছে। ৪২ লক্ষ ৪১ হাজার আবেদন জমা পড়েছে। জাতি শংসাপত্র ৯ লক্ষ ৫১ হাজার আবেদন জমা পড়েছে। ৬৯ হাজার মানুষ শংসাপত্র পেয়েছেন। জয় জহর ২ হাজার আবেদন। ১ হাজার ৫০০ জন পরিষেবা পেয়েছেন। তফসিলি- ১০ হাজারের ৬ হাজার ৬০০ জন পেয়েছেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram