Mamata Banerjee PC: ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘাকে সাজিয়ে তুলতে ৩টি পরিকল্পনা, জানালেন মমতা
আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “দিঘা (Digha) বাংলার একটি পবিত্রতম পর্যটন কেন্দ্র। দিঘা-তমলুক ট্রেন আমি চালু করেছিলাম কারণ দিঘা কতটা সম্ভাবনাপূর্ণ, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। দিঘাকে সাজিয়ে তুলতে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আমফান, ইয়াসের মতো ৪টি ঘূর্ণিঝড় সব ছারখার করে দিয়েছে। দিঘা, তাজপুর, মন্দারমণি-সহ সব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘাকে সাজিয়ে তুলতে ৩টি পরিকল্পনা করা হয়েছে। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ শিবির, দুয়ারে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে নষ্ট হওয়া দোকানগুলিকে সারিয়ে তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। কী করে প্রকৃতির রোষ সামলে বাঁচতে পারি, তার পরিকল্পনা হচ্ছে। এই ব্যাপারে একটি কমিটি তৈরি করা হয়েছে।" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পূর্ব মেদিনীপুরে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হচ্ছে। দুয়ারে ত্রাণের মাধ্যমে দুর্গতদের আবেদনপত্র পেয়েছি। আবেদন পাওয়ার পরে তদন্ত হয়েছে, সত্যতা যাচাই করা হয়েছে। ১৯ লক্ষ মানুষ সরকারি সুবিধের সুযোগ পেয়েছেন। দিঘা, সুন্দরবন, ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত কার্যকর করতে চাই। ফরাক্কা জলচুক্তির সময় ৭০০ কোটি টাকাও পায়নি। কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা পায়নি রাজ্য সরকার।"