Abhijit Mukherjee: কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব পুত্র অভিজিৎ

Continues below advertisement

কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূলে যোগ দিলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিরোধী নীতির বিরুদ্ধে, সমাজকে দ্বিখণ্ডিত করার বিরুদ্ধে, ইতিমধ্য়ে বহু নেতা-কর্মী অন্যদল থেকে তৃণমূল কংগ্রেসে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) আনুগত্য প্রকাশ করেছেন। দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আজও আমরা একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব অভিজিৎ মুখোপাধ্যায়কে হাজির করেছি। যিনি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মাধ্যমে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই আগ্রহের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সম্মতিতে আমি এবং সুদীপ বন্দ্য়োপাধ্যায় দলের পক্ষ থেকে এখানে হাজির হয়েছি অভিজিৎ মুখোপাধ্যায়কে দলে স্বাগত জানানোর জন্য।"

আজ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "ভুয়ো ভ্য়াকসিন নিয়ে বিরাট আর্থিক কেলেঙ্কারি হয়েছে। মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। নেতারাও দেবাঞ্জনের দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তৃণমূলের এমপিও সেই জাল ভ্য়াকসিন নিয়েছেন। যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁরা কী অবস্থায় আছেন, তা জানতে তাঁদের টেস্ট করা উচিত। প্রত্যেকের দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া উচিত। ভ্য়াকসিন কেলেঙ্কারি ও মানুষকে ভ্যাকসিন থেকে বঞ্চিত করে যে টাকা রোজগারের অপচেষ্টা চলছে তার বিরোধিতা করার প্রয়োজন ছিল। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। ছোট আকারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়েছিলাম। আমাদের এমএলএ, এমপিরা ছিলেন, আমাদের প্রদেশের নেতারা এবং কলকাতার কিছু কার্যকর্তা ছিলেন। চেয়েছিলাম বিশৃঙ্খলা না করে মানুষের আওয়াজকে তুলে ধরতে। মানুষের সমস্যাকে তুলে ধরতে চেয়েছিলাম। অনুষ্ঠান শুরুর আগেই তা করতে দিল না পুলিশ। মহামারী আইন দেখানো হচ্ছে।  ৬৭ জন প্রেসিডেন্সি জেলে ভর্তি আছেন। চারজন এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। বিনা কারণে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে হিংসাত্মক করা হল। সরকারের এত ভয় কেন? পুলিশ এবং সরকার বিজেপিকে এত ভয় পেয়ে যাচ্ছে আজকাল যে হিংসার আশ্রয় নিয়ে আমাদের আটকানোর চেষ্টা করেছে। আজ সরকারের এই পদক্ষেপের আমি নিন্দা করছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram