Adhir Chowdhury: 'কীভাবে প্রলোভন-পুলিশ দেখিয়ে বিধায়ক কেনা যায়, মমতা জানেন', আক্রমণে অধীর| Bangla News

Continues below advertisement

"সাত বছর ধরে শুধুই লড়তে নেমে হারছে কংগ্রেস। গতবার তো কংগ্রেসের বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছে। বিধায়কদের উপর কংগ্রেসের কোনও নিয়ন্ত্রণ নেই। কীভাবে কংগ্রেসকে বিশ্বাস করা যায়? তৃণমূল অন্তত এমনটা করবে না।" গোয়ায় দলীয় বৈঠক থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,"কোনও দলের বিধায়ককে শিকল পরিয়ে রাখা যায় না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভাল জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কীভাবে অনৈতিক পথে, আদর্শ বেচে দিয়ে কংগ্রেসের বিধায়কদের খরিদ করা যায়, প্রলোভন-পুলিশ দেখিয়ে। শুধু বিধায়ক নয়, মিউনিসিপালিটি, কর্পোরেশনের কংগ্রেসের জনপ্রতিনিধিদেরও কেনাবেচা করানোর নায়িকার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram