Adhir Chowdhury on Election: 'স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতামত নিয়েই রাজ্যে হোক আগামী নির্বাচন', দাবি অধীরের

Continues below advertisement

রাজ্যে এই কোভিড (Covid) পরিস্থিতিতে স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতামত নিয়েই যেকোনও নির্বাচন করা উচিত, পরামর্শ দিলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, ‘মানুষের জীবন নিয়ে যেন খেলা করা না হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যদি বলেন ১ মাসের মধ্যে ভোট (Elections) করা যেতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) উপ-নির্বাচন, পৌর-ভোট ও করতে পারেন। তাতে আমাদের কোনও আপত্তি নেই। আমাদের যদি পৌর-ভোটে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়, ভোট দিতে দেওয়া হয়, তাহলে আমরা ভোটে অংশগ্রহণ করব।’

এবার জিটিএ-র (GTA) বিরুদ্ধে সরব রাজ্যপাল। জিটিএর কাজে কোনও স্বচ্ছতা নেই। নির্বাচন হয়নি, চলছে বিভিন্ন ধরনের দুর্নীতি। কলকাতায় ফেরার আগে দার্জিলিংয়ের রাজভবনে সাংবাদিকদের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) বলেন, 'একাধিক গুরুতর অভিযোগ আমার কাছে এসেছে। জিটিএর বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতার অভিযোগ পেয়েছি। কোটি কোটি টাকার সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালের পরে জিটিএ-র নির্বাচন হয়নি। যা গণতন্ত্রের পরিপন্থী নয়।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram