Alapan Banerjee: মুখ্যসচিবকে দিল্লিতে যোগ দেওয়ার নির্দেশ, বিজেপি ও তৃণমূল দন্দ্ব

Continues below advertisement

ইয়াস (Yaas) ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দিঘা। পরিস্থিতি খতিয়ে দেখে দিঘার দায়িত্ব মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এরপর মুখ্যসচিবের অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দেন তিনি। উত্তরে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল-বিজেপি (TMC, BJP)। তৃণমূলের দাবি, বিধানসভা ভোটে হেরে গিয়ে প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে রাজনীতির কিছু নেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram