Alipore Zoo: 'যেখানেই শ্রমিক সংগঠন থাকে, সেখানেই গণ্ডগোল, এটা দুর্ভাগ্যের', চিড়িয়াখানায় ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার| Bangla News

Continues below advertisement

ইউনিয়নের দখলদারিকে কেন্দ্র করে আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) সমর্থিত দুই কর্মী ইউনিয়নের মধ্যে ঝামেলা। এতদিন আলিপুর চিড়িয়াখানার কর্মী ইউনিয়নের ক্ষমতায় ছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। এদিন রাকেশ সিংহকে সরিয়ে তৃণমূল নেতা রাজেশ সাউ ইউনিয়নের দখল নেন। বিজেপির পতাকা খুলে ফেলা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকাকালীনই দু’পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে।
এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'অনভিপ্রেত ঘটনা। যেখানেই শ্রমিক সংগঠন থাকে, সেখানেই গণ্ডগোল চলে, এটা দুর্ভাগ্যের। গোটা ভারতবর্ষে বিএমএস কাজ করছে, কোথাও মারামারি গণ্ডগোল হয় না। বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই। কিন্তু বিজেপি সমর্থকরা অনেক জায়গায় শ্রমিক সংগঠন করে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram