Amit Shah at Kashmir: জঙ্গিহানায় নিহত পুলিশ অফিসারের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । Bangla News
লাগাতার জঙ্গি হামলার মধ্যেই কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩দিনের সফরের প্রথম দিনেই নিরাপত্তা নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর এই প্রথমবার কাশ্মীরে এলেন অমিত শাহ। এদিন নগাঁওয়ে জঙ্গি হানায় নিহত জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার পারভেজ আহমেদের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত অফিসারের স্ত্রীর হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। "প্রধানমন্ত্রীর দেখানো পথে নতুন জম্মু-কাশ্মীর গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ," ট্যুইটে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩দিনের সফরে শ্রীনগর থেকে শারজাগামী আন্তর্জাতিক উড়ানের উদ্বোধন করবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
অমিত শাহ বলেন, "যে সময় মোদি সরকার আসে, তখন ২০ হাজার গ্রাম ছিল যেখানে স্বাধীনতার ৭০ বছর পরও বিদ্যুৎ ছিল না। আজ প্রধানমন্ত্রী ২০২২ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন।