'২০২১ সালে বিজেপির সরকার আসছে', অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দাবি লকেটের

Continues below advertisement
অমিত শাহের দু'দিনের বঙ্গ সফরের আজই শেষদিন। বাংলার পুণ্যভুমিতে চলছে তোষণের রাজনীতি। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এদিন সকালে অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যার পাল্টা এসেছে তৃণমূলের তরফে। এদিন দুপুরে ইজেডসিসিতে দলীয় সভায় যোগ দেন তিনি। সেখানে তিনি ২১-এর ভোটের রোডম্যাপ এঁকে দিয়েছেন বলে খবর। সেই বৈঠক প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, '২০২১ সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে। তিনি কার্যকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।' তাঁর দাবি, 'রাজ্যে একের পর খুন ও নারী নির্যাতনের খবর আছে অমিত শাহর কাছে।' বিজেপি নেতা অনুপম হাজরা বলেছেন, 'মানুষের বিতৃষ্ণা আছে মমতা সরকারের প্রতি, শুধু এটা দিয়ে নয়। বরং বিজেপিকে ভালোবেসে মানুষ ক্ষমতায় আনবে। সেই লক্ষে একুশের ভোট লড়তে হবে। এমনটাই স্থির হয়েছে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram