'দলিতদের সমব্যাথী হলে হাথরসে গেলেন না কেন?' অমিত শাহকে খোঁচা অধীরের
Continues below advertisement
অমিত শাহের বঙ্গ সফরকে কটাক্ষের সুরে বিঁধেছে কংগ্রেস ও বাম। এদিন ধর্মতলার এক অনুষ্ঠান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খোঁচা, 'যারা সোনার ভারতবর্ষ করবে বলেছিল, তারা সোনার ভারতবর্ষকে আজ সাম্প্রদায়িক ভারতে রূপান্তরিত করেছে। আপনি বলছেন দলিতদের বাড়িতে খাবেন, দলিতদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। আপনি হাথরসে গেলেন না, এখানে কেন এসেছেন? অপরদিকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, 'ওদের টার্গেট করছে মানুষ। মানুষই ওদের লক্ষ্যভেদ করবে।'
Continues below advertisement