আজ সভা অমিত শাহের, 'আর নয় অন্যায়' কর্মসূচির সূচনা, তৈরি ২টি মঞ্চ, থাকছে এলইডি স্ক্রিন

Continues below advertisement

সিএএ-সংঘাতের আবহে আজ রাজ্যে অমিত শাহর সভা। এই সভা থেকেই অমিত শাহ সূচনা করবেন ‘আর নয় অন্যায়’ কর্মসূচি। পুরভোটের মুখে এই সভা ঘিরে বিজেপি শিবিরে তৎপরতা তুঙ্গে। বিজেপি সূত্রে খবর, সকাল ১১টায় কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সাড়ে ১১টায় রাজারহাটে এনএসজি-র একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুর আড়াইটেয় শহিদ মিনার ময়দানে পৌঁছবেন অমিত শাহ। বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধে ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজারহাটের হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন অমিত শাহ। রাতেই দিল্লি ফিরবেন তিনি।

শহিদ মিনারে অমিত শাহর সভাস্থলে তৈরি হয়েছে দুটি মঞ্চ। হ্যাঙ্গারের মধ্যে থাকবে মূল মঞ্চ। সেখানে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। মূল মঞ্চের বাঁ দিকে ছোট মঞ্চে থাকবেন দলের সাংসদ এবং বিধায়করা। মূল মঞ্চে সিএএ নিয়ে অভিনন্দন ও ‘আর নয় অন্যায়’ এই দুটি কর্মসূচির বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। মাইকের ব্যবহার হওয়ায় পুরো মাঠ পর্দা দিয়ে ঘেরা। শহিদ মিনার ময়দানের নানা জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ক্রিন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram