Ananda Live: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল। Bangla News
রামপুরহাট হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার হলেন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। ক্লোজ করার পর এবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল SDPO’কে। সাসপেন্ড করা হয়েছে IC-কে। ললিপপ ধরানো হল। খোঁচা অধীর চৌধুরীর। কেন আগে গ্রেফতার নয়? প্রশ্ন দিলীপ ঘোষের।
রামপুরহাটে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। জখমরা পাবেন ৫০ হাজার টাকা। পুড়ে যাওয়া বাড়ি সাড়ানোর জন্য ২ লক্ষ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিলি করা হল চেক। ১০ জন পাবেন সরকারি চাকরি। কটাক্ষ করেছে বিরোধীরা।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বললেন তৃণমূলের ১২ জন সাংসদ। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, রামপুরহাটের ঘটনায় কোনও রাজনীতির যোগ নেই। ঘটনা ঘটার পরই মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ করেছেন। সেইসঙ্গে তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপালকে সরানোর দাবি জানান।