আনন্দ লাইভ: কেন্দ্রীয় বাহিনী নিয়ে BJP-র আর্জি খারিজ, রাজ্য পুলিশেই ভরসা হাইকোর্টের | Bangla News

Continues below advertisement

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির (BJP) আর্জি খারিজ। রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের। পুরভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী। নির্দেশে জানালেন বিচারপতি রাজশেখর মান্থা। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি। পাশাপাশি ভুয়ো ভোটার রুখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ১৩ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার, মুখ্যসচিব, বিশেষ সচিব, ডিজির বৈঠক হয়েছে। "যে নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছে, তাতে আমি আশ্বস্ত হয়েছি। আশা করি পুলিশ কমিশনার পর্যাপ্ত পদক্ষেপ করবেন।" পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আনায় বিজেপির আর্জি খারিজ করে জানান বিচারপতি। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি। প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন। আগামীকাল সব পক্ষের বক্তব্য শুনবে আদালত।

গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর বার্তা দিতে গিয়ে বিজেপি (BJP) সহ বিরোধীদের বিরুদ্ধে লাঠি ধরতে বললেন তৃণমূলের (TMC) জেলা সভাপতি। গতকাল কোচবিহারের মাথাভাঙায় কর্মীসভায় যোগ দেন তৃণমূলের জেলা সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "নিজেদের মধ্যে বিবাদ নয়, বরং ২৩ এবং ২৪-এর ভোটে লাঠি ধরুন বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে।" তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেছে বিজেপি।

কলকাতাবাসীরা 'টক টু কেএমসি' দেখেছেন। এবার রাজ্যে পুরভোট জল্পনার মধ্য়েই 'টক টু এমএলএ' কর্মসূচি চালু করলেন পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল (TMC) বিধায়ক। তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক। 

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় চুম্বনের পর প্রেমিককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। গতকাল চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায়। গুলি পেট ছুঁয়ে বেরিয়ে যাওয়ার অল্পের জন্য প্রাণ রক্ষা হয় প্রেমিকের। আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে দাবি পুলিশের। কিশোরী প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিকের অভিযোগ, গতকাল রাতে তাঁকে ডেকে পাঠিয়ে স্বাভাবিক কথাবার্তা বলছিল বছর ১৭-এর প্রেমিকা। আচমকাই প্রেমিককে চুম্বন করে পিছন থেকে ওয়ান শটার বের করে গুলি করে ওই কিশোরী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram