Anish Murder Case: 'এমন বিরোধী দলনেতা, দলেই সবাই ওর বিরোধী', শুভেন্দুর মন্তব্যের পাল্টা কুণাল| Bangla News

Continues below advertisement

'আনিস খানকে তদন্ত করেছে পুলিশ। তদন্ত করতে হবে। ওখানে এসপি এবং যুগ্ম এসপির নির্দেশে পুলিশ আনিসের বাড়িতে গিয়েছিল। এসপি হাওড়া গ্রামীণকে সাসপেন্ড এবং গ্রেফতার করা উচিত। এসপি সৌম্য রায় এবং যুগ্ম এসপি ইন্দ্রজিৎ সরকার, এরা নিচুতলার পুলিশ অফিসারদের সাসপেন্ড করে নিজেরা বাঁচতে চাইছে।' আনিস কাণ্ডে পুলিশের সাসপেনশন প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

পাল্টা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'উনি মানসিক অবসাদে ভুগছেন। উনি ঠিক করুক উনি দিলীপ বিজেপি, নাকি সুকান্ত বিজেপি। ওনাকে কেউ মানছে না। এমন বিরোধী দলনেতা, দলেই সবাই ওর বিরোধী। উনি বাইরের দিকে তাকাচ্ছেন কেন?'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram