Anisur Rahman Case: 'মুখ্যমন্ত্রী বাংলার মানসম্মান ডোবাচ্ছেন', আনিসুর-মামলায় রাজ্যের নির্দেশিকাকে কটাক্ষ সুজনের

Continues below advertisement

আনিসুর রহমানের (Anisur Rahman) মামলা খারিজের তমলুক (Tamluk) আদালতের নির্দেশকে বাতিল করল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)। এদিন রাজ্য সরকারের তরফে দেওয়া মামলা প্রত্যাহারের নির্দেশিকায় নিম্ন আদালত সিদ্ধান্তকে খারিজ করে উচ্চ আদালত। এই প্রসঙ্গে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "বাংলায় কোন আইনের শাসন নেই। কাকে অ্যারেস্ট করা হবে, কার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে, যে জামিন পাবে তা ঠিক করা হল নবান্নের কাজ।" মুখ্যমন্ত্রী নিজের পাশাপাশি বাংলার মানসম্মান ডোবাচ্ছেন, এটা তাঁর অধিকার নয়, কটাক্ষ সুজনের। বাংলার মানুষের উন্নয়নের করা ভাবে না নবান্ন, অভিযোগ তাঁর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram