Anubrata Mondal: জেলবন্দি অনুব্রতের বিরুদ্ধে গাঁজা কেসে ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ!

Continues below advertisement

গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার গাঁজা কেসে ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ উঠল। অভিযোগকারী দুবরাজপুরের ঘাটগোপালপুরের বাসিন্দা মোতাহার খান। গরুপাচার মামলায় এবার দোর্দণ্ডপ্রতাপ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি গ্রেফতার হওয়ায় তিনি খুশি, দাবি অভিযোগকারীর। অভিযোগকারী মোতাহার খানের দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকলেও, দুর্নীতির প্রতিবাদ করে ২০১৭-য় তিনি বিজেপিতে যোগ দেন। অভিযোগ, এরপরই ২০১৮ সালে তাঁকে দু’-দুটি গাঁজা কেসে ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় নাম জড়ানো হয় অভিযোগকারীর স্ত্রী ও ছেলের। অনুব্রতর নির্দেশেই তাঁকে মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, কয়েকমাস আগে অনুব্রতর সঙ্গে দেখা করায় ফের হুমকির মুখে পড়তে হয়। এ নিয়ে তৃণমূল বা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram