Aparna Yadav Joins BJP: 'পরিবারের সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই', উত্তরপ্রদেশে ভোটের আগে বিজেপি-তে মুলায়মের ছোট পুত্রবধূ | Bangla News

Continues below advertisement

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ভোটের আগে মুলায়মের ছোট পুত্রবধূ বিজেপিতে। অপর্ণা যাদব (Aparna Yadav) যোগ দিলেন পদ্মশিবিরে। নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর যোগদান কর্মসূচি। যোগী আদিত্যনাথ, কেশব মৌর্যর উপস্থিতিতে দিলেন যোগ। গেরুয়া শিবিরে যোগ দিয়ে অপর্ণা বলেন, "দেশের জন্য কাজ করতে চাই, তাই বিজেপিতে যোগদান। দল যা বলবে, তাই আমার শিরোধার্য। পরিবারের সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই। তবে গণতন্ত্রের একজন হিসাবে আমার এই সিদ্ধান্ত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram