Aparupa Podder: 'ঘরের শত্রু বিভীষণ', ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিরোধীতা করায় কল্যাণকে তোপ অপরূপার | Bangla News

Continues below advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরে সংঘাত আরও চরমে উঠেছে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে সরব হলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Podder)। শ্রীরামপুরের সাংসদকে আক্রমণ করে বলেন, লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক হিসেবে তাঁর যদি কোনও বক্তব্য থাকত, তাহলে দলের মধ্যেই বলতে পারতেন। ওনার মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগ করা উচিত। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘরের শত্রু বিভীষণ বলেও তোপ দেগেছেন অপরূপা পোদ্দার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram