Arjun Singh: 'লক্ষ লক্ষ টাকা লুঠপাট করায় খাদ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল', জ্যোতিপ্রিয়কে তোপ অর্জুনের । Bangla News
ইছাপুরে যে তৃণমূল নেতা খুন হয়েছে, সেই ঘটনায় বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সাংসদ অর্জুন সিংহকে আমন্ত্রণ জানানো হয় গাঁধী ঘাটে গাঁধীজির প্রয়াণ দিবসে। সেই অনুষ্ঠানে রাজ্যপাল নিজে ডেকে নেন সাংসদ অর্জুন সিংহকে। এটাকেই কটাক্ষ করেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন রাজ্যের একজন পেশাদার খুনিকে রাজ্যপাল আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই কারণেই তিনি প্রতিবাদ জানিয়ে মঞ্চে ওঠেননি। এ বিষয় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমার সৌজন্য আছে। যখন রাজ্য সরকারের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে, তাই আমি নিচে বসে ছিলাম। কিন্তু আমি মঞ্চে উঠিনি কারণ একজন পেশাদার খুনি ওঁনার পাশে বসে ছিলেন।
জ্যোতিপ্রিয় মল্লিকের মত মানুষ এর থেকে বেশি আর কী বলতে পারে। ও কত বড় খুনি, কত মানুষকে খুন করেছে, পুরো বসুরহাটে আজ পর্যন্ত বডি পাওয়া যায়নি। লক্ষ লক্ষ কোটি চাকা লুটপাট করে খাদ্যমন্ত্রী থেকে সরানো হল। ওঁর মুখে এসব কথা মানায় না। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংহের।