Arup Biswas: 'উন্নয়নের নতুন রূপরেখা নিয়ে কাউন্সিলরদের বৈঠক', নেতাজি ইন্ডোরের বৈঠক প্রসঙ্গে অরূপ বিশ্বাস।Bangla News

Continues below advertisement

‘মুচলেকা’ দিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে কালনার কাউন্সিলরদের ভুল স্বীকার । কালনা পুরসভাকাণ্ডে ক্ষমা চেয়ে চিঠি দিচ্ছেন ১৭ জন তৃণমূল কাউন্সিলর বহিষ্কারের পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেতৃত্বকে চিঠি তপন পোড়েলের। সূত্রের খবর, তপনকে দলে ফেরানো হবে কিনা, সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। ১২ বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান হয়েছিলেন তপন পোড়েল। নেতাজি ইন্ডোরে কালনার কাউন্সিলরদের নিয়ে অরূপ বিশ্বাসের বৈঠক।

"এটা আমাদের দলীয় সভা। আমরা সমস্ত জায়গারই কাউন্সিলরদের নিয়ে বসছি। কথা বলছি। আলাপচারিতা করছি, উন্নয়নের নতুন রূপরেখা- এই সমস্ত নিয়েই আমাদের আলোচনা ছিল। বৈঠকের পর বললেন অরূপ বিশ্বাস (Arup Biswas)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram