Asansol Vaccination Controversy: 'টিকা সঠিক হলে, বেশি হইচই করার প্রয়োজন নেই,' আসানসোলকাণ্ডে সাফাই সুখেন্দুশেখরের

Continues below advertisement

আসানসোলে (Asansol) ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা (Tabassum Ara)। পুরসভার ভ্যাকসিন ক্যাম্পে আচমকাই এক মহিলাকে তিনি ভ্যাকসিন দেন। চিকিৎসক নন তবসসুম, নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও।  আসানসোলে ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা। পুরসভার ভ্যাকসিন ক্যাম্পে আচমকাই এক মহিলাকে তিনি ভ্যাকসিন দেন। চিকিৎসক নন তবসসুম, নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও। এই প্রসঙ্গে সুখেন্দু শেখর বলেন, ‘এই রকম ঘটনা হয়ে থাকলে তা জেলা প্রশাসন দেখে নেবে। সারা ভারতবর্ষেই নন-প্রফেশনালরা ভ্যাকসিন দিচ্ছেন, যারা ডাক্তার নন কিন্তু ডাক্তার সেজে বসে আছেন। তাহলে একজন অতিউৎসাহী হয়ে যদি কাউকে টিকা দেন, যদি টিকা সঠিক হয়, তাহলে এটি নিয়ে বেশি হৈচৈ করার কোন প্রয়োজন নেই।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram